এক নজরে ৯ নং কুলাউড়া টিলাগাঁও ইউনিয়ন।

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, মে ৪, ২০২১

এক নজরে ৯ নং কুলাউড়া টিলাগাঁও ইউনিয়ন।
booked.net

Manual5 Ad Code

ইউনিয়নের নামকরনের পটভুমিঃ

কুলাউড়ার প্রবীণ কলামিস্টদের মতে, টিলাবেষ্টিত এলাকা থাকার কারনে হযতবা টিলাগাঁও ইউনিয়ের নামকরন করা হয়েছে। তবে এখন পর্যন্ত   টিলাগাঁও ইউনিয়ন নামকরনের  কোন তথ্য উপাত্ত খোজে পাওয়া যায়নি।

ভৌগোলিক অবস্থানের দিক থেকে টিলাগাঁও ইউনিয়ন এর উত্তরে ব্রাম্মনবাজার ইউনিয়ন, দক্ষিনে হাজীপুর ইউনিয়ন, পশ্চিমে রাজনগর উপজেলা, পূর্বে পৃথিমপাশা ইউনিয়ন। আয়তন- ১৮ বর্গ মাইল।

২০১১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী টিলাগাঁও ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৩৩,২৪৪ জন। ইউনিয়নে গ্রাম রয়েছে ৪৪টি।

অত্র ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ২টি 

  • টিলাগাঁও এ এন উচ্চ বিদ্যালয়
  • পাল্লাকান্দি লংলা উচ্চ বিদ্যালয়।

[আরো পড়ুনঃ ৩নং ভাটেরা ইউনিয়নের ইতিহাস ঐতিহ্য ]

নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ১টি

Manual4 Ad Code

  • তারাপাশা নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়

সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহঃ

  • টিলাগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • বিজলী সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • আশ্রয় গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিন বিজলী সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • বাগৃহাল সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • লালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • পালস্নাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • আমানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • মোবারকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • তারাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • চান্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • লংলা খাস সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • মিয়ারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • সালন সরকারী প্রাথমিক বিদ্যালয়

বেসরকারী মাদ্রাসা সমূহঃ

  • বাংলা টিলা দাখিল মাদ্রাসা
  • বিজলী হাফিজিয়া মাদ্রাসা
  • মিয়ার পাড়া মাদ্রাসা
  • লংলা খাস মাদ্রাসা।
  • শিক্ষার হার ৫৫%

মনু নদী অত্র ইউনিয়নের একমাত্র নদী

খোয়াড় আছে ০২ টিঃ

  • লংলা চা- বাগান খোয়াড়
  • বৈদ্যশাসন খোয়াড়।

টিলাগাঁও ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্রঃ

লালপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

 

Manual8 Ad Code

কমিউনিটি ক্লিনিক (স্যাটেলাইট)

  • বিজলী কমিউনিটি ক্লিনিক
  • মোবারকপুর কমিউনিটি ক্লিনিক
  • হাজীপুর কমিউনিটি ক্লিনিক
  • মিয়ার পাড়া কমিউনিটি ক্লিনিক।

টিলাগাঁও ইউনিয়নের মসজিদ ৫০ টিঃ

  • উত্তর বিজলী বায়তুন নুর জামে মসজিদ
  • দক্ষিন বিজলী জামে মসজিদ
  • শাহপুর জামে মসজিদ
  • বায়তুন রহমান জামে মসজিদ বিজলী
  • মধ্য বিজলী জামে মসজিদ
  • মধ্য বিজলী বায়তুন আমান জামে মসজিদ
  •  বিজলী বাড়ী জামে মসজিদ
  • চান্দপুর জামেয়া মসজিদ
  • পাল্লাকান্দি পুরাতন জামে মসজিদ
  • মীরপুর জামে মসজিদ
  • ছালামত পুর-২ জামে মসজিদ
  • মীরপুর পালস্নাকান্দি জামে মসজিদ
  • আমানীপুর সাহেব বাড়ী পূরাতন জামে মসজিদ
  • পূর্ব আমানীপুর বায়তুন নুর জামে মসজিদ
  • বালিসিন্দ্র জামে মসজিদ
  • মোবারকপুর জামে মসজিদ
  • কাজির গাও জামে মসজিদ
  • মোবারকপুর শাহী জামে মসজিদ
  • বৈদ্য শাসন জামে মসজিদ
  • পালা কান্দি নাঈমপুর জামে মসজিদ।
  • বৈদ্য শাসন জামে মসজিদ-২
  • পূর্ব বাগৃহাল জামে মসজিদ
  • পশ্চিম বাগৃহাল মোকাম টিলা জামে মসজিদ
  • লালপুর জামে মসজিদ
  • মধ্য বাগৃহাল জামে মসজিদ
  • লালপুর কাটাউড়া জামে মসজিদ
  • ছালামতপুর-১ জামে মসজিদ
  • কামালপুর পুরাতন জামে মসজিদ
  • টিলাগাঁও বাজার জামে মসজিদ
  • কামালপুর শাহী জামে মসজিদ
  • ইছুবপুর জামে মসজিদ
  • বালিয়া শাহী জামে মসজিদ
  • জলালপুর জামে মসজিদ
  • হাজীপুর জামে মসজিদ
  • পূর্ব হাজীপুর জামে মসজিদ
  • হাজীপুর পুরাতন জামে মসজিদ
  • পশ্চিম মিয়ার পাড়া জামে মসজিদ
  • বায়তুল আমান সমিজা জামে মসজিদ শাহ জাদা পুর
  • সন্দ্রাবাজ জামে মসজিদ
  • মিয়ার পাড়া জামে মসজিদ
  • উঃ হাজীপুর থলের বাজার নূরানী জামে মসজিদ
  • হাজীপুর গুদাম ঘাঠ জামে মসজিদ
  • উঃ মধ্য ডরিতাজপুর জামে মসজিদ
  • পূর্ব ডরিতাজপুর জামে মসজিদ
  • পশ্চিম ডরিতাজপুর জামে মসজিদ
  • মধ্য ডরিতাজপুর জামে মসজিদ
  • লংলা চা-বাগান জামে মসজিদ
  • পশ্চিম লংলা খাস জামে মসজিদ
  • লংলা খাস দারম্নল জান্নাত জামে মসজিদ
  • সালন মাজার-ই জামে মসজিদ।

মন্দির/ মন্ডপ আছে ০৯ টিঃ

Manual6 Ad Code

  • সালন হরি মন্দির
  • লালবাগ বিষ্ণু মন্দির
  • পাল্লা কান্দি ভৈরব মন্দির
  • লংলা চা- বাগান দুর্গা মন্দির
  • লাংলা চা- বাগান শিব মন্দির
  • তারাপাশা চা- বাগান দুর্গা মন্দির
  • তারাপাশা চা- বাগান শিব মন্দির
  • চাঁনপুর হরি মন্দির
  • তাজপুর বাসমত্ম মন্দির।

অত্র ইউনিয়নে ঈদগাহ রয়েছে ১১ টিঃ

Manual3 Ad Code

  • বিজলী শাহী ঈদগাহ
  • দক্ষিন বিজলী ঈদগাহ
  • উত্তর বিজলী ঈদগাহ
  • পালাকান্দি ঈদগাহ
  • বাংলা টিলা ঈদগাহ
  • আমানীপুর ঈদগাহ
  • মিয়ার পাড়া ঈদগাহ
  • লালবাগ শাহী ঈদগাহ
  • হাজীপুর সালামটিলা ইদগাহ
  • কাজিরগাও ঈদগাও
  • ডরিতাজপুর ঈদগাহ
  • চান্দপুর ঈদগাও।

চা-বাগান ০৩টিঃ

  • লংলা চা-বাগান
  • পাল্লা কান্দি চা-বাগান
  • তারাপাশা চা বাগান।

খাল/ছড়া ০২টিঃ আখালিছড়া ০২ ও গোঘালি ছড়া।

শিংরাউলী বিল অত্র এলাকার একমাত্র বিল

Ad

Follow for More!