প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২১
স্টাফ রিপোর্টঃ- করোনা মহামারীতে সরকার কর্তৃক কঠোর বিধিনিষেধ ও নিয়মিত লকডাউনের কারনে কর্মহীন অসহায় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে কুলাউড়া পৌরসভার অন্তর্ভুক্ত জয়পাশা গ্রামের প্রবাসীরা৷
এ উপলক্ষে আজ ১৮ জুলাই সকাল ১১ টায় জয়পাশা হাফিজিয়া মাদ্রাসায় অনুস্টিত খাদ্য সহায়তা কর্মসূচিতে উপস্থিত ছিলেন-জাবেদ আহমদ নোমান, অহিদ বখস মান্না, বেলায়েত হোসেন লাভলু, ইমরান আহমদ, সেলিম আহমদ, মাসুদ বখস, আব্দুস সালাম জনি, জহিরুল ইসলাম এশু, সনি বখস, মাসুদ বখস, তারেক আহমদ, প্রমুখ৷
প্রবাসে অবস্থানরত সহযোগিতা কারীরা হলেন- মাইনুল আলম সুয়েব -লন্ডন, ইশতিয়াক আহমেদ- লন্ডন, পাপলু আহমেদ-লন্ডন, শিপলু নিয়াজি-স্পেন, মৌলা বখস সুমন-ফ্রান্স, আজিম উদ্দিন -কুয়েত, জালাল চৌধুরী-ফ্রান্স, লিটন আহমদ -কুয়েত, জুনেদ আহমদ -কুয়েত, রুবেল মিয়া, দুবাই, মারুফ আহমদ -পর্তুগাল, মো রনি-সিংগাপুর, মিঠুন আলী – কাতার, জুবেল মিয়া – দুবাই, মো মুন্না -মালয়েশিয়া, লিটন -ফ্রান্স, সুলেমান আলি -দুবাই, টিটন মিয়া – কাতার, মিথুন খান- কাতার, শাপু – লেবানন, রাসেল আহমেদ – কাতার৷
ঐক্যবদ্ধ জয়পাশা প্রবাসীদের সমন্বয়ক মাইনুল আলম সুয়েব জানান ‘এই সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে’৷ তাছাড়া তিনি এই মহতী উদ্যোগে যারা শরিক হয়েছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us