জয়চন্ডীতে তিন  মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২১

জয়চন্ডীতে তিন  মাদক ব্যবসায়ী গ্রেফতার।
booked.net
Manual4 Ad Code


রাহিম আহমেদ মান্নাঃ- কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের  মিটুপুর এলাকায় তিন জন  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া এই মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজা ও আমদানী নিষিদ্ধ ভারতীয়  ২০ বোতল (Abbott) ঔষধের  সিরাপ উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

আটক মাদক ব্যবসায়ীরা হলো- পলাশ বড়ুয়া (২২), পিতা-সুনীল বড়ুয়া,  দিপ্ত দাস (২৪), পিতা-শুভা বিশ্বাস, উভয় সাং-দিলদারপুর, লিমন বর্ধন (১৯), পিতা-মিলন বর্ধন, সাং-দিলদারপুর, বর্তমানে: সাং-শিবির রোড।  আসামীদের বিরুদ্ধে কুলাউড়া মামলা নং-০৯(১০)২১ খ্রিঃ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল, সাদেক কাউসার দস্তগীরের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর নেতৃত্বে এসআই/মোঃ হারুনু রশিদ, এএসআই/মোহাম্মদ আবু আহম্মেদ সুজন সঙ্গীয় ফোর্স সহ গত ১৫ অক্টোবর, শুক্রবার  জয়চন্ডী ইউনিয়নের  মিটুপুর এলাকায় বড়লেখা টু কুলাউড়া রাস্তার উপরে আছুরীঘাট ব্রীজের উপর হতে তাদের গ্রেফতার করতে সক্ষম হন।

কুলাউড়া থানা সুত্রে জানা যায়, মাদকমুক্ত করার লক্ষে  পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!