শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে এ ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ কোনো অর্থ নেওয়া যাবে না। করোনা মহামারি থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে গেল বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হয়নি।
নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত হয়েছে শিক্ষার্থীরা। অন্য বছরের মতো শিক্ষার্থীরা সার্টিফিকেট এবারও পাবে। রোববার (১৭ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বলছে, ২০২০ সালে সরাসরি পরীক্ষা না নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্যায়নের মাধ্যমে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে শিক্ষা বোর্ড।
Leave a Reply