জিলান কে কুপিয়ে হত্যা মামলায় ৯ জনকে আসামী করে মামলা। গ্রেপ্তার ৩।

প্রকাশিত: ৬:১৯ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৩

জিলান কে কুপিয়ে হত্যা মামলায় ৯ জনকে আসামী করে মামলা। গ্রেপ্তার ৩।
booked.net

Manual4 Ad Code

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়ায় পূর্বশত্রুতার জেরে হোসাইন মুহাম্মদ জিলান (২২) কে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৯ জুলাই) জিলানের পিতা আব্দুল হামিদ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন।

Manual6 Ad Code

এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার প্রধান আসামী সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার মুল আসামী ঘাগটিয়া এলাকার মৃত সরবর খানের ছেলে রুমেল খান (৪০), নেওয়ার আলীর ছেলে হেলাল আহমদ (২৮) ও হারুন মিয়ার ছেলে মাহি হোসেন (২২)। পলাতক বাকি আসামীদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।

প্রসঙ্গত, গত ৩ জুলাই সন্ধ্যায় জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের আব্দুল হামিদের বড় ছেলে জিলান মোটরসাইকেল যোগে তার ভাইকে বাসে তুলে দিতে গিয়ে পূর্বশত্রুতার জেরে পৌর শহরের দক্ষিণ বাজারে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়। পরবর্তীতে সিলেটের একটি হাসপাতালে  চিকিৎসাধীন থাকা অবস্থায় ৭ জুলাই রাতে সে মৃত্যুবরন করে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!