চা শ্রমিকের সন্তান শংকর বাগতি যাচ্ছে পেলে’র দেশ ব্রাজিলে।

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২২

চা শ্রমিকের সন্তান শংকর বাগতি যাচ্ছে পেলে’র দেশ ব্রাজিলে।
booked.net
Manual5 Ad Code

সংবাদ দাতাঃ- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বেগম খান চা বাগানের শ্রমিক সুজন বাগতির ছেলে শংকর বাগতি। কখনো ভাবেনি যে ফুটবলে এতো দূর এগিয়ে যাবে। ব্যারিস্টার সুমন এর সহযোগিতায় সে  পেলে’র দেশ ব্রাজিলে প্রশিক্ষণ নিতে যাচ্ছে।

Manual8 Ad Code

অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট থেকে ৪০ জন বাছাইকৃত খেলোয়াড় নিয়ে বিকেএসপিতে হয়েছে দুই মাসের ক্যাম্প। সেখান থেকেই সেরা ১১ জন খেলোয়াড়কে দেওয়া হয়েছে ব্রাজিলে যাওয়ার টিকিট। তার এই সাফল্যের পিছনে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ভূমিকা অনস্বীকার্য।

Manual2 Ad Code

মানুষ দাঁড়িয়ে গেলে পৃথিবী সমান বড় হয়। তাইতো শংকর বাগতিও দেশের জন্য কিছু করে দেখাতে চায়।

Ad

Follow for More!