চার দেশ নিয়ে ওয়ানডে সিরিজ চায় পাকিস্তান।

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২

চার দেশ নিয়ে ওয়ানডে সিরিজ চায় পাকিস্তান।
booked.net
Manual8 Ad Code

অনলাইন ডেস্কঃ- ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে চার জাতির ওয়ানডে সিরিজ আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

Manual4 Ad Code

এ বিষয়ে আগামী শনিবার দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সভায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে চার দেশকে নিয়ে ওয়ানডে সিরিজ আয়োজনের ব্যাপারে প্রস্তাব রাখবেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা।

Manual8 Ad Code

করাচি স্টেডিয়ামে পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রমিজ রাজা।

তিনি বলেন, দুবাইতে এসিসি মিটিংয়ে মিলিত হলে আমি সৌরভ গাঙ্গুলীর সাথে চার জাতির ওয়ানডে সিরিজ নিয়ে কথা বলব। আমরা দুজনেই সাবেক অধিনায়ক এবং সাবেক খেলোয়াড়। আমাদের জন্য ক্রিকেট রাজনীতির বিষয় নয়।

Manual4 Ad Code

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের তারকা ক্রিকেটার রজিম রাজা আরও বলেন, যদি ভারত আমাদের এ প্রস্তাবে একমত না হয়, তাহলে আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে নিয়ে প্রতি বছর একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করার চেষ্টা করব।

Manual7 Ad Code

এসিসির আসন্ন সভায় শ্রীলংকায় আসন্ন এশিয়া কাপের তারিখ চূড়ান্ত করা হবে। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Ad

Follow for More!