চাতলাপুরে মাটি চাপায় নারী চা শ্রমিক নিহত।

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২

চাতলাপুরে মাটি চাপায় নারী চা শ্রমিক নিহত।
booked.net
Manual8 Ad Code

সংবাদ দাতাঃ- কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুরে মাটিচাপায় শেফালী বাউরি (৪৮) নামে এক নারী চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাতলাপুরের কড়ইতল এলাকায় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, চাতলাপুরের বাউরি টিলার চনু বাউরির স্ত্রী শেফালী বাউরি ঘর লেপার সাদা মাটি আনতে ১৯নং সেকশনে যান। সেখানে হঠাৎ টিলা ধ্বসে পড়ায় তিনি মাটিচাপা পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চাতলাপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

Manual7 Ad Code

এই প্রতিবেদককে উক্ত  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!