সৌদি আরবের গুহা থেকে মানুষ ও প্রাণীর হাড়গোড় উদ্ধার।

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১

সৌদি আরবের গুহা থেকে মানুষ ও প্রাণীর হাড়গোড় উদ্ধার।
booked.net

Manual1 Ad Code

ডেস্ক নিউজঃ- (১) সৌদি আরব থেকে হাজার হাজার প্রাণী ও মানুষের হাড়গোড় উদ্ধার করা হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গুহা থেকে এগুলো উদ্ধার করেছেন বিজ্ঞানীরা। এসব হাড়গোড় প্রায় সাত হাজার বছর ধরে হায়েরারার ওই গুহায় জড়ো করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।

Manual5 Ad Code

(২)সম্প্রতি বিজ্ঞানীরা গবেষণা পত্রে জানান, উম্ম জিরসান এলাকায় দেড় কিলোমিটার দীর্ঘ ওই গুহায় ইঁদুর, ঘোড়া, উটসহ বিভিন্ন গবাদি পশু এমনকি মানুষের হাড়ও পাওয়া গেছে। পত্র থেকে আরও জানা যায়, গুহাটি মূলত একটি প্রাকৃতিক সুরঙ্গ। একসময় সেখান দিয়ে লাভা প্রবাহিত হতো।

(৩)সৌদি আরবের উম্ম জিরসানের মতো এলাকায় যেখানে সহজেই হাড়গোড় নষ্ট হয়ে যায়, সেখানে কীভাবে এগুলো টিকে আছে তা নতুন এক বিস্ময়ের সৃষ্টি করেছে। তাছাড়া এই আবিষ্কার গবেষণার নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

Manual2 Ad Code

Ad

Follow for More!