গাজীপুরে চন্দ্র গোয়ালার ছুরিকাঘাতে সুনীল গোয়ালা নিহত।

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মে ৯, ২০২৩

গাজীপুরে চন্দ্র গোয়ালার ছুরিকাঘাতে সুনীল গোয়ালা নিহত।
booked.net

স্টাফ রিপোর্টঃ- কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা বাগান এলাকায় চাচা চন্দ্র গোয়ালার ছুরিকাঘাতে ভাতিজা সুনীল গোয়ালা (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। নিহত সুনীল ওই বাগানের শ্রমিক কমল গোয়ালার ছেলে। ঘটনার পর থেকে চন্দ্র গোয়ালা পলাতক রয়েছেন।

জানা যায়, আজ সন্ধ্যার দিকে গাজীপুর তাদের বাড়ির সামনে চাচা-ভাতিজার ঝগড়াঝাঁটি লাগে। ঝগড়াঝাঁটির একপর্যায়ে চন্দ্র গোয়ালা তার ভাতিজাকে ছুরি দিয়ে আঘাত করে। এতে সুনীল গোয়ালা গুরুতর আহত হন। পরবর্তীতে বাগানের শ্রমিকরা সুনীলকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত সুনীলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে এবং উক্ত ঘটনার মূল হোতা চন্দ্র গোয়ালাকে গ্রেপ্তারের জন্য অভিযানে নেমেছে পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!