ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ।

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২২

ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ।
booked.net

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

অনলাইন ডেস্কঃ- গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোল নিশ্চিত করে এবারের বিশ্বকাপের হট ফেভারিট ব্রাজিল। শেষ ষোল নিশ্চিত হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে এক পয়েন্ট প্রয়োজন সেলেসাওদের। তবে ক্যামেরুনের বিপক্ষে সেরা একাদশ নামানোর পরিকল্পনা নেই ব্রাজিলের।

Manual4 Ad Code

বেঞ্চে থাকা খেলোয়াড়দের পরোখ করে দেখতে চান ব্রাজিলের কোচ তিতে। এমনকি গোলপোস্টের নিচেও পরিবর্তন আনতে যাচ্ছেন তিনি। অ্যালিসন বেকারের জায়গায় ক্যামেরুনের বিপক্ষে দেখা যেতে পারে এডারসনকে। অন্যদিকে ডিফেন্সেও সিলভা- মারকুইনহোসকে বসিয়ে ব্রেমার ও মিলিতাওকে সেন্টার ব্যাকে পরীক্ষা করে দেখতে পারেন তিতে।

ক্যামেরুনের বিপক্ষে অধিনায়কের আর্মব্রান্ড থাকতে পারে অভিজ্ঞ দানি আলভেজের হাতে। আর স্ট্রাইকারে রিচার্লিসনের পরিবর্তে মাঠে দেখা যেতে পারে পারে গ্যাব্রিয়াল জেসুস অথবা পেদ্রোকে। উইঙ্গে মার্টিনেলি-অ্যান্টনিকে শুরুর একাদশে খেলিয়ে দেখতে পারেন ব্রাজিল কোচ।

ব্রাজিলের সম্ভাব্য একাদশঃ- এডারসন (গোলরক্ষক), দানি আলভেস, মিলিতাও, ব্রেমার, তেলেস, ফ্যাবিনহো, ফ্রেড/গুইমারেস, রড্রিগো/রিবেইরো, মার্টিনেলি, গ্যাব্রিয়েল জেসুস/পেদ্রো, অ্যান্টনি।

Manual7 Ad Code

ছবিঃ- ফুরফুরে মেজাজে ব্রাজিলের খেলোয়াররা।

Manual6 Ad Code

Ad

Follow for More!