সংবাদ দাতাঃ- কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিঠুপুর গ্রামে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
ক্রিকেটার দের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ৯ ই জানুয়ারী শনিবার দুপুরে মিঠুপুর ক্রিকেট মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
আরো পড়ুনঃ নারী ক্রিকেট দলের ক্যাম্প জানুয়ারির প্রথম সপ্তাহে
অ্যাসোসিয়েশনের কুলাউড়া উপজেলার সভাপতি মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফি আহমদ তানিমের সঞ্চালনায় এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আওয়ামী লীগের সভাপতি আকবর আলী,ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে এম সৈয়দ নজরুল ইসলাম, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, টুর্নামেন্টের আহবায়ক রবিউল আউয়াল মিন্টু, খালেদ সাইফুল্লাহ অঞ্জন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম জনি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাওছার হোসেন বাবলু,প্রমুখ।
উদ্বোধনী খেলায় মোট ৪টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো- গাজীপুর ক্রিকেট ক্লাব, জগন্নাৎপুর স্পোটিং ক্লাব, সোনালী ক্রিকেট ক্লাব ও রাজীব স্মৃতি সংঘ।
Leave a Reply