আনুষ্ঠানিক ভাবে কেউ ঘোষনা না দিলেও নীরব প্রচার, ক্ষমতার প্রভাব কিংবা শহরে বিলবোর্ড লাগিয়ে এবং যে যার মতো সামাজিক অনুস্টানে অংশ গ্রহণ করে জানান দিচ্ছেন তাদের প্রার্থীতা। বাড়তি সুযোগ হিসেবে এই কঠিন সময়ে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন উপহার সামগ্রী পৌচ্ছে দিচ্ছেন, পাশাপাশি দিচ্ছেন নানারকম প্রতিশ্রুতি। নীরবে কেউ কেউ আবার উঠোন বৈঠক করেছেন।
অবশ্য কুলাউড়া পৌরসভার সচেতন ভোটাররা এখনো মুখ না খুললে কি হবে! আপাতত কাউকে নিরাশ করছেন না তারা। বলছেন সময় ও প্রেক্ষাপটের কথা। তবে এই মুহুর্তে আসন্ন পৌর নির্বাচনে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন আওয়ামী লীগ নেতা ও বর্তমান মেয়র শফি আলম ইউনুছ, বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ, সাবেক ছাত্রলীগ নেতা অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, প্রবাসী কমিউনিটি নেতা শাহজাহান মিয়া ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন রেনু।
আরো পড়ুনঃ
Leave a Reply