কুলাউড়া সার্কেলের নতুন অ্যাডিশনাল এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন দীপংকর ঘোষ।

প্রকাশিত: ৬:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২২

কুলাউড়া সার্কেলের নতুন অ্যাডিশনাল এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন দীপংকর ঘোষ।
booked.net

Manual4 Ad Code

আব্দুল কুদ্দুসঃ- কুলাউড়া সার্কেলের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন দীপংকর ঘোষ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) পিপিএম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, দীপংকর ঘোষ ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে টাঙ্গাইলের মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ও ৮ম এপিবিএন কক্সবাজারের সহকারী পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন কালে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেলে ৮ম এপিবিএন কক্সবাজার থেকে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাকে বদলি করা হয়।

Manual1 Ad Code

শীঘ্রই কুলাউড়া সার্কেলে যোগদান করবেন বলে এই প্রতিবেদককে জানিয়েছেন দীপংকর ঘোষ।

Manual5 Ad Code

উল্লেখ্য, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীরকে সম্প্রতি সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) বদলি করা হয়। তিনিও নতুন কর্মস্থলে শীঘ্রই যোগদান করবেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!