কুলাউড়া সফরে ভারতীয় সহকারী হাইকমিশনার।

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, মে ২৮, ২০২২

কুলাউড়া সফরে ভারতীয় সহকারী হাইকমিশনার।
booked.net
Manual6 Ad Code

আব্দুল কুদ্দুসঃ- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরজ কুমার জয়সোয়াল শনিবার (২৮ মে) কুলাউড়া সফর করেছেন। সফর কালে তিনি কুলাউড়ার  চৌধুরীবাজার সংলগ্নে প্রস্তাবিত কলেজের জায়গা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং প্রস্তাবিত কলেজের ভূমিদাতা শফিউল আলম চৌধুরী নাদেল। ভারতীয় সহকারী হাইকমিশনার কুলাউড়ার চৌধুরীবাজারে বেশ সময় কাটান। এরপর তিনি  কাদিপুর ইউনিয়নের শিব মন্দিরে যান এবং মন্দির এলাকা পরিদর্শন করেন। 

Manual2 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, অতিরিক্ত পুলিশসুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়, সিলেট মহানগর জাসদের সাধারণ সম্পাদক মিশফাক আহমদ চৌধুরী মাশু, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ, প্রমুখ।

ছবিঃ- পরিদর্শন করছেন ভারতীয় সহকারী হাইকমিশনার নিরজ কুমার জয়সোয়াল।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!