কুলাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত।

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২১

কুলাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত।
booked.net
Manual7 Ad Code

 

শহর প্রতিনিধিঃ- কুলাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রবাসীদের  সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে  ১২ ডিসেম্বর রবিবার দুপুর ১ ঘটিকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্রের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক সাইদুল ইসলামের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন -প্রবীণ সাংবাদিক শ্রী সুশীল সেন গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী মনসুর আহমেদ তালুকদার, আমেরিকা প্রবাসী জাবেদ আহমেদ, সমাজ সেবক আফজাল হুসেন শাহীন, দৈনিক আমার সংবাদ কুলাউড়া’র  প্রতিনিধি এইচ ডি রুবেল,প্রিয় বাংলার সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, ইয়ানা ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম মামুন, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক সামসু উদ্দিন বাবু, ফাহিম আহমেদ,প্রমুখ।রেলওয়ে

Manual5 Ad Code

উল্লেখ্য যে, স্কুলের উন্নয়ন কাজের জন্য প্রবাসী মনসুর আহমেদ তালুকদার নগদ ২০ হাজার টাকা ও স্কুলের হলরুমের পুরো ছাদের সিলিং এর কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও আমেরিকা প্রবাসী জাবেদ আহমদ নগদ ১০ হাজার টাকা এবং সাংবাদিক নাজমুল বারী সোহেল ১০ ব্যাগ সিমেন্ট প্রদান করার আশ্বাস দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!