কুলাউড়া পৌর শহরে বাইসাইকেল চোর আটক।

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জুন ৬, ২০২১

কুলাউড়া পৌর শহরে বাইসাইকেল চোর আটক।
booked.net

এইচডি রুবেলঃ কুলাউড়ায় বাইসাইকেল চুরি করার সময় এক চোরকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা । রোববার (৬ জুন) দুপুরে কুলাউড়া পৌর শহরের পূবালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে পৌর শহরের পূবালী ব্যাংকের সামনে থেকে একটি বাইসাইকেলের তালা কৌশলে ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টাকালে হাতেনাতে ঐ চোরকে আটক করে জনতা। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে কুলাউড়া থানার এসআই কামরুল হাসান ঘটনাস্থলে গিয়ে চোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
কুলাউড়া থানার এসআই কামরুল হাসান জানান, এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad