কুলাউড়া পৌরসভা সেলুন সমিতির  কমিটি গঠন।

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১

কুলাউড়া পৌরসভা সেলুন সমিতির  কমিটি গঠন।
booked.net

শহর প্রতিনিধিঃ- গোপাল চন্দ কে সভাপতি, অশোক চন্দ সাধারণ সম্পাদক ও সুমন চন্দ-কে সাংগঠনিক সম্পাদক  পদে মনোনীত করে কুলাউড়া পৌরসভা সেলুন সমিতির (ত্রিবার্ষিক)কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার (০৫ নভেম্বর) বিকেলে পৌর শহরের দক্ষিনবাজারস্থ কালীবাড়িতে আয়োজিত সাধারণ সভায় সংগঠনের সভাপতি ক্ষিতিশ চন্দ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন চন্দের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন -গোপাল চন্দ, প্রনত চন্দ, অশোক চন্দ, অনাদি চন্দ, হরি চন্দ, সুমন চন্দ, নিতাই চন্দ।

অন্যান্য’র মধ্যে  উপস্থিত ছিলেন  সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য দিলিপ চন্দ, লিলাময় চন্দ, দীলেন্দ্র চন্দ দিলু, দিপক চন্দ, সংগঠনের কাজল চন্দ, সনজিত চন্দ, সুবল চন্দ, শ্যামল মল্লিক, সনজিত মল্লিক,সঞ্জিত চন্দ,সুমন চন্দ,আক্তার আহমেদ, দিপু চন্দ্র পিকু, শাওন চন্দ, হৃদয় চন্দ, বকুল চন্দ, বিপুল চন্দ, সুমন চন্দ,সন্তোষ চন্দ, স্বপন কর, প্রমুখ।

কুলাউড়া পৌরসভা সেলুন সমিতির দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন- সহ সভাপতি সুবল চন্দ,সহ সভাপতি রতন চন্দ্র শীল, সহ সভাপতি শংকু চন্দ, যুগ্ম সাধারন সম্পাদক অনাদি চন্দ, যুগ্ম সাধারন সম্পাদক শীতল চন্দ কালা,  কোষাধ্যক্ষ নিতাই চন্দ, সহ সাংগঠনিক সম্পাদক লিটন বৈদ্য লিটু, প্রচার সম্পাদক সঞ্জিত চন্দ, দপ্তর সম্পাদক হৃদয় চন্দ, সহ দপ্তর সম্পাদক সুবল চন্দ ২, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল মল্লিক, সহ সাংস্কৃতিক সম্পাদক সঞ্জিত মল্লিক, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে – কাজল চন্দ, বকুল চন্দ, নান্টু চন্দ, স্বপন কর, সন্তোষ চন্দ সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জগদীশ চন্দ বাদল,দীলেন্দ্র চন্দ দিলু, প্রনত চন্দ,নিবারন চন্দ, দিলিপ চন্দ,লিলাময় চন্দ,ক্ষিতিশ চন্দ,দিপক চন্দ,রুহুল আমিন রুহেল।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!