কুলাউড়া পৌরসভার আয়োজনে সম্প্রীতি শোভাযাত্রা।

প্রকাশিত: ৫:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১

কুলাউড়া পৌরসভার আয়োজনে সম্প্রীতি শোভাযাত্রা।
booked.net

শহর প্রতিনিধিঃ- কুলাউড়া পৌরসভার আয়োজনে সোমবার (২৫ অক্টোবর) শহরে এক সম্প্রীতি শোভাযাত্রার আয়োজন করা হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ ও কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্যরে নেতৃত্বে শোভাযাত্রাটি কুলাউড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

শোভাযাত্রায় পৌরসভার কাউন্সিলর, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সকল শ্রেণি পেশার জনগণের অংশগ্রহণে এই র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad