কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত।

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত।
booked.net
Manual6 Ad Code

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারের পরিচালনায় পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

Manual6 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, ওসি মো. আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নবাব আলী ওয়াজেদ খান বাবু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, বিআরডিবির চেয়ারম্যান মো. ফজলুল হক, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, প্রধান শিক্ষক ড. আব্দুল কাইয়ুম চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা রজব আলী,প্রমুখ।

সভায় উপজেলা শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকরী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ২ জনের মধ্যে ৯৫ হাজার টাকার যুব ঋণ ও ৩০ জনের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।সকাল সাড়ে ৯টায় কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিভিন্ন মসজিদ-উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Manual4 Ad Code

ছবিঃ- প্রধান অতিথির বক্তব্যে রাখছেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!