কুলাউড়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন কর্মসূচি পালিত।

প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২২

কুলাউড়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন কর্মসূচি পালিত।
booked.net

Manual4 Ad Code

স্বপন কুমার দেব রতনঃ- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ডাকা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিগত নির্বাচনের আগে দেওয়া সংখ্যালঘু স্বার্থরক্ষার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবিতে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে কুলাউড়ায়। শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে কুলাউড়া কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এই অনশন কর্মসূচি পালিত হয়েছে।

Manual2 Ad Code

কুলাউড়ায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সভাপতি মন্ডলীর সদস্য বিচিত্র রঞ্জন দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌরা দে এর সঞ্চালনায় অনশন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি মন্ডলীর সদস্য বেনু মাধব শীল, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি সৌম্যপ্রদীপ ভট্টাচার্য সজল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি অরবিন্দু ঘোষ, ঐক্য পরিষদের উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক যাদবেন্দ্র রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সদস্য সিনিয়র সাংবাদিক স্বপন কুমার দেব রতন, ঐক্য পরিষদের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তুষার কান্তি দে চৌধুরী, প্রচার সম্পাদক অশোক চন্দ, কোষাধ্যক্ষ জ্যোতি বিকাশ দেব, উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব অজয় দাস, পৌর কমিটির সদস্য সচিব গবিন্দ দে, টিএসএস যুগ্ম আহবায়ক বিজন দাস, আদিবাসী খ্রিস্টান নেতা পিটার উরাম, আদিবাসী নেত্রী হেপি উরাম, জয়চন্ডী ইউপি মহিলা মেম্বার সাবিত্রী রাজভর,প্রমুখ।

Manual7 Ad Code

এদিকে গণঅনশনে কর্মসূচির খবর পেয়ে বেলা পৌনে ১টায় কুলাউড়ায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, জাসদ জেলা কমিটির সভাপতি মইনুল ইসলাম শামীম কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম রেনু অনশনরত নেতাকর্মীদের শরবত পান করিয়ে অনশন ভাঙান।

Manual3 Ad Code

উল্লেখ্য, ২০১৮ সালে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিলো সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা। কিন্তু বর্তমান সরকার এসব প্রতিশ্রুতি সম্পূর্ণ বাস্তবায়ন করেনি বলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি দেশব্যাপী গণঅনশন কর্মসূচির ডাক দেয়।

ছবিঃ- অনশনে সংহতি প্রকাশ করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!