কুলাউড়ায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র উদ্বোধন।

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২

কুলাউড়ায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র উদ্বোধন।
booked.net
Manual2 Ad Code

রাহিম আহমেদ মান্নাঃ- মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র উদ্বোধন হয়েছে আজ।কুলাউড়া পৌর শহরের ‘বঙ্গবন্ধু উদ্যানে’ উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে বিকালবেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ৭ দিনব্যাপী এ মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন- কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ।

Manual5 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক খালেদ পারভেজ বখশ, কুলাউড়া এনসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইয়ুম,প্রমুখ।

Manual6 Ad Code

মেলা উদ্বোধনের পূর্বে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্কাউট দলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের মুল সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য যে, মেলায় মোট  ৫০টি স্টল অংশগ্রহণ করছে।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!