কুলাউড়ায় ব্যাচ ৯৭’র পুনর্মিলনী-দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন।

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, মে ২, ২০২২

কুলাউড়ায় ব্যাচ ৯৭’র পুনর্মিলনী-দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন।
booked.net
Manual1 Ad Code

 

স্টাফ রিপোর্টঃ-  কুলাউড়ার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়  ব্যাচ ৯৭’র পুনর্মিলনী-দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে পহেলা মে এনসি হাইস্কুলে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন ব্যাচের প্রধান সমন্বয়ক এড. ফয়সল মিয়া।

Manual4 Ad Code

অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাচ ৯৭’র সমন্বয়ক আব্দুল কাইয়ুম মিন্টু ও সোহেল আহমেদ, রাসেল আব্দুল্লাহ, ফখরুল রিপন, তাহলিল তায়েফ, আবু বকর নাসের রাশু, ওবায়দুল্লাহ সরকার, ফরহাদ মজুমদার, নুরুল ইসলাম ইমন, ইমরান হোসেন, রায়হান  চৌধুরী, আব্দুল আলীম, সায়মন চৌধুরী  মোস্তফিজুর রহমান, অমিয় কুমার মিত্র, মোহাম্মদ হাবিব, মাহবুব বকস, সোহেল আহমেদ, জাহেদুল আলম ভুইয়া সুমন, আহমেদ লিমন, এন আই চৌধুরী সায়েম, মো:খায়রোল বাশার, নিখিল বর্ধন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!