কুলাউড়ায় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২২

কুলাউড়ায় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।
booked.net

Manual2 Ad Code

শুন্য সুমনঃ- কুলাউড়ায় বঙ্গবন্ধু টি-২০ প্রিমিয়ার ক্রিকেট লীগ (২০২২-২৩) এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

Manual3 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক।

Manual5 Ad Code

অন্যান্যর মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক খালেদ পারভেজ বখশ, টিবিএফ চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সাবেক ফুটবলার মো. আব্দুছ ছালাম। লীগ পরিচালনা কমিটির আহবায়ক পৌর কাউন্সিলর সাইফুর রশীদ সুমন,প্রমুখ।

Manual4 Ad Code

উদ্বোধনী খেলায় লায়ন্স অব জয়পাশা বনাম রেলওয়ে ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করে। টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে মোট ৪০টি দল অংশগ্রহণ করছে বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্রে জানা যায়।

Ad

Follow for More!