কুলাউড়ায় দণ্ড প্রাপ্ত  আসামী গ্রেফতার।

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১

কুলাউড়ায় দণ্ড প্রাপ্ত  আসামী গ্রেফতার।
booked.net

ডেস্ক নিউজঃ-  কুলাউড়া থানায় ৫ বছরের সাজা প্রাপ্ত আসামী সহ জিআর মামলার পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার করা হয়েছে।

কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ জিআর ১২৯/১৬ (রাজনগর) মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন। দণ্ডপ্রাপ্ত আসামীর নাম ইকবাল আহমেদ রাজু। সে কুলাউড়া থানার কৌলা গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে।

কুলাউড়া থানা পুলিশের অন্য আরেকটি অভিযানে এএসআই আক্কাস উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ জিআর ৭৩/২১ (কুলাউড়া) এর পরোয়ানা ভূক্ত আসামী আবুল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। আবুল মিয়া কুলাউড়া উপজেলার মনসুর পুর গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে।

কুলাউড়া থানার ইন্সপেক্টর তদন্ত জনাব মোঃ আমিনুল ইসলাম জানান, কুলাউড়া থানা পুলিশের দুটি পৃথক অভিযানে ৫ বছরের দণ্ড প্রাপ্ত আসামী সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!