প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২২
আব্দুল কুদ্দুসঃ- কুলাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর। ‘নিরাপদে মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শনিবার (২৩ জুলাই) ৭ দিনব্যাপী মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান খন্দকার ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে সরকারের মৎস্য সপ্তাহের কর্মসূচি কুলাউড়ায় সফল করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান। সেইসাথে মৎস্য বিরোধী সকল কার্যক্রমে আইনানুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ এর সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখস, আজকের বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, কুলাউড়া প্রেসক্লাব সদস্য ও ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল কুদ্দুস, সময়ের আলো জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, প্রিয় কুলাউড়ার সম্পাদক একে এম জাবের, প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর সরকার,প্রমুখ।
মতবিনিময় সভায় ইউএনও মো. মাহবুবুর রহমান খোন্দকার সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, ২৩ জুলাই ব্যানার, ফেস্টুন এবং মাইকিং, ২৪ জুলাই প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, ২৫ জুলাই র্যালী, সফল প্রতিষ্ঠান/উদ্যোক্তা/মৎস্য চাষীদের পুরস্কার প্রদান, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা, ২৭ জুলাই মৎস্য চাষীদের পরামর্শ প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও ২৯ জুলাই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ৭ দিনব্যাপী মৎস্য সপ্তাহের অনুষ্ঠান শেষ হবে।
ছবিঃ- সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান খোন্দকার।
PUBLISHED FROM
2152-B WESTCHESTER AVE BRONX
NEW YORK 10462 USA
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum Mintu
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us