কুলাউড়ায় অপহৃত কিশোরী ঢাকা থেকে উদ্ধার। অপহরণকারী গ্রেফতার।

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২২

কুলাউড়ায় অপহৃত কিশোরী ঢাকা থেকে উদ্ধার। অপহরণকারী গ্রেফতার।
booked.net
Manual7 Ad Code

এইচ ডি রুবেলঃ- কুলাউড়া থেকে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণের অভিযোগে আব্দুল কালাম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল কালাম কুলাউড়া থানার হোসনাবাদ গ্রামের আলাল মিয়ার ছেলে।

জানা যায়, গত ১০ ডিসেম্বর ক্ষুদ্র নৃগোষ্ঠির এক কিশোরী অপহৃত হয়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে কুলাউড়া থানার এসআই মোঃ এনামুল হক, এসআই পরিমল চন্দ্র দাস, এএসআই মোঃ আবু আহমেদ সুজন সঙ্গীয় ফোর্স সহ তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার হাতিরঝিল থানার আম বাগান বস্তি এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী আব্দুল কালামকে গ্রেফতার পূর্বক অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণকারী এই বখাটে যুবককে গ্রেফতার করে ইতিমধ্যে  বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

Ad

Follow for More!