কুলাউড়ার সংলাপের ১ যুগ পূর্তিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২১

কুলাউড়ার সংলাপের ১ যুগ পূর্তিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
booked.net

শহর প্রতিনিধিঃ- কুলাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার এক যুগ পূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কুলাউড়া পৌরসভা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

সংলাপের চীফ রিপোর্টার সাইদুল হাসান সিপনের পরিচালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, জাসদ কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম, কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এমদাদুল ইসলাম, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জুড়ী তৈয়বুন্নেছা খানম ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরহাদ আহমেদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, সাংবাদিক আজিজুল ইসলাম ও চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, প্রমুখ।

এছাড়াও  বক্তব্য রাখেন সংলাপের সাহিত্য সম্পাদক মো. খালিক উদ্দিন, সমন্বয়কারী মইনুল ইসলাম সোহাগ। অনুষ্ঠানে পত্রিকাটির এক যুগ পূর্তিতে সাফল্য কামনা করে কেক কাটা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad