কুলাউড়া সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন প্রার্থী।

প্রকাশিত: ৭:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৩

কুলাউড়া সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন প্রার্থী।
booked.net

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টঃ- মৌলভীবাজার-০২ কুলাউড়া সংসদীয় আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ৩০ নভেম্বর বৃহস্পতিবার তারা এই মনোনয়ন জমা দেন। সহকারী রিটার্নিং অফিসার ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার এর কার্যালয়ে ৮ জন এবং মৌলভীবাজার রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন ২ জন। মোট ১০ জনের মধ্যে স্বতন্ত্রের মোড়কে আওয়ামী লীগের বিদ্রোহী রয়েছে ২ জন ।

Manual3 Ad Code

মনোনয়ন জমাদানকারীরা হলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল,তৃণমুল বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি এমএম শাহীন, স্বতন্ত্র (আওয়ামী লীগ) একেএম সফি আহমদ সলমান, স্বতন্ত্র (আওয়ামী লীগ) আব্দুল মতিন,জাতীয় পার্টির অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম, জাসদ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল, ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী এনামুল ইসলাম মাহতাব, ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা আসলাম হোসাইন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক ও বিকল্পধারা থেকে মো. কামরুজ্জামান সিমু।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!