কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচন। চমক দেখালেন সাহেদ, রাজু ও নেহার বেগম।

প্রকাশিত: ৫:৩৩ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৪

কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচন। চমক দেখালেন সাহেদ, রাজু ও নেহার বেগম।
booked.net

Manual3 Ad Code

স্টাফ রিপোর্ট:- কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী ফজলুল হক খান সাহেদ তুমুল প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে চমক সৃষ্টি করেছেন। তিনি সিলেটের ফুলতলীর পীর সমর্থিত বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক ও বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান। নির্বাচনে দোয়াত কলম প্রতীকে ৩৭ হাজার ৫৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৫২ ভোট।

Manual8 Ad Code

 

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে চমক সৃষ্টি করলেন আরেক প্রার্থী চা শ্রমিক নেতা রাজকুমার কালোয়ার রাজু। চশমা প্রতীকে তার প্রাপ্ত ভোট ছিল ৩১ হাজার ৩৮২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৪৮৪ ভোট।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

তাছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মধ্যে নেহার বেগম ফুটবল প্রতীকে ৭১ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি হাঁস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৬১৬ ভোট।

 

বুধবার (৮ মে) রাত ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল বাশার।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ও থানার ওসি মো. আলী মাহমুদ,প্রমুখ।

 

Manual7 Ad Code

এদিকে ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু আনারস প্রতীকে ১৭ হাজার ২৯৮ ভোট ও সহসভাপতি কামাল হাসান মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৫৮৪ ভোট পেয়েছেন।

 

তাছাড়া ভাইস চেয়ারম্যান পদে আফজাল হোসেন সাজু বই প্রতীকে ১৬ হাজার ৯৯০ ভোট, মো. সাইফুল ইসলাম কুতুব তালা প্রতীকে ১৪ হাজার ৭৭৭ ভোট ও পূরণ উরাং টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ৫৬১ ভোট।

Ad

Follow for More!