কুলাউড়া’র প্রবীণ ব্যক্তিত্ব নাইমুজ্জামান চৌধুরী’র মৃত্যু। কাল জানাজা ও দাফন।

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪

কুলাউড়া’র প্রবীণ ব্যক্তিত্ব নাইমুজ্জামান চৌধুরী’র মৃত্যু। কাল জানাজা ও দাফন।
booked.net

নিজস্ব প্রতিবেদক:- কুলাউড়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও প্রবীণ ব্যক্তিত্ব এটিএম নাইমুজ্জামান চৌধুরী ওরফে জামান আর নেই- ইন্নালিল্লাহি…রাজিউন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ছয় টার দিকে সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর।

কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা নাইমুজ্জামান চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধ্যক্য জনিত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন বলে জানা যায়। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুন গ্রাহী রেখে গেছেন।

নাইমুজ্জামান’র জানাযার নামাজ আগামীকাল বুধবার বিকাল ৪টা ৪৫ মিনিটের সময় ঘাগটিয়া ঈদগাহ মাঠে সম্পন্নে’র পর দাফন করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!