কুলাউড়ার আছুরিঘাট এলাকায় পানিতে ডুবে দুলাল নিহত।

প্রকাশিত: ৬:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪

কুলাউড়ার আছুরিঘাট এলাকায় পানিতে ডুবে দুলাল নিহত।
booked.net

নিজস্ব সংবাদ দাতা- কুলাউড়া- জুড়ি সড়কের আছুরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ডোবার পানিতে ডুবে চালক দুলাল মিয়া (২৫) নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে এই ঘটনাটি ঘটে।এ সময় তার সঙ্গে থাকা রুবেল মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। নিহত দুলাল উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গিয়াসনগর গ্রামের মরহুম শফিক মিয়ার ছেলে।

 

জানা যায়, বুধবার রাত ১০টার দিকে জুড়ী থেকে মোটরসাইকেল যোগে কুলাউড়ায় ফিরছিলেন দুলাল ও রুবেল। পথে আছুরিঘাট এলাকায় হঠাৎ করেই দুলাল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ডোবার পানিতে পড়ে যান। এ সময় দুলালের সঙ্গে থাকা রুবেল কোনো রকমভাবে পানি থেকে উঠতে পারলেও দুলাল পানিতে ডুবে মারা যান।

 

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মো. ফেরদৌস মিয়ার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে  হাসপাতালে নিলে চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।

 

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিবনাথ ভট্টাচার্য জানান, দুলাল ঘটনাস্থলেই পানিতে ডুবে মারা গেছেন। আহত রুবেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ দুলালের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করেছে বলে জানা যায়।

 

ছবিঃ- নিহত দুলাল মিয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!