কুলাউড়ায় স্কুল শিক্ষিকা স্ত্রীকে অমানুষিক নির্যাতন। ব্যাংকার স্বামী কারাগারে।

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৪

কুলাউড়ায় স্কুল শিক্ষিকা স্ত্রীকে অমানুষিক নির্যাতন। ব্যাংকার স্বামী কারাগারে।
booked.net

Manual5 Ad Code

স্টাফ রিপোর্ট:- কুলাউড়া উপজেলায় স্কুল শিক্ষিকা স্ত্রীকে নির্যাতনের অভিযোগে অগ্রণী ব্যাংক কর্মকর্তা সুজিত কুমার দে (৫৫)কে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। এঘটনায় ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রী চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সঞ্চিতা রানী দেব কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৫ সালে উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘরের বাসিন্দা সুনিল চন্দ্র দে’র পুত্র অগ্রণী ব্যাংক কুলাউড়ার কর্মকর্তা সুজিত কুমার দে’র সাথে পৌরশহরের বাসিন্দা স্কুল শিক্ষিকা সঞ্চিতা রানী দেবের বিয়ে হয়। তাদের ২ কন্যা সন্তানও রয়েছে।

Manual8 Ad Code

লিখিত অভিযোগে স্কুল শিক্ষিকা সঞ্চিতা রানী দেব উল্লেখ করেন, ৭-৮ বছর আগে থেকে বেতন ভাতার সম্পুর্ণ টাকা তুলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন তার স্বামী। না দিলে শারীরিক নির্যাতন চালাতেন। ২০২০ সালের ৯ মার্চ ব্যাংকে জামানো এফডিআর থেকে ৫ লাখ টাকা তুলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। সেই টাকা না দেওয়ায় লাঠিপেটা করে রক্তাক্ত জখম করে। সে সময় কুলাউড়া হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এরপর একাধিকবার নির্যাতন চালায় সুজিত কুমার দে।

অত্যাচার নির্যাতন সইতে না পেরে সঞ্চিতা ২ সন্তান সহ একসময় বাবার বাসায় চলে আসেন। সে সময় ৩ জন আইনজীবির সমন্বয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থাতায় পৃথকভাবে বসবাসের সিদ্ধান্ত হয়। তাদের ২ সন্তানের লেখাপড়ার খরচ সহ ব্যাংক ঋণ পরিশোধ করার লিখিত অঙ্গিকারাবদ্ধ হয় নির্যাতনকারী সুজিত কুমার দে। কিন্তু ২ সন্তানের কথা বিবেচনা করে তিনি (স্ত্রী) ফিরে যান স্বামীর বাড়িতে।

সম্প্রতি সুজিত কুমার দে তার বড় ভাইয়ের প্ররোচনায় ব্যাংক ঋণ পরিশোধের কথা বলে ১০ লক্ষ টাকা দাবি করে। সেই টাকার জন্য গত ১৯ ফেব্রুয়ারি বটিদা দিয়ে হামলা চালায়। হামলায় সঞ্চিতা রানী দে’র হাতে রক্তাক্ত জখম ছাড়া শারিরীক ভাবে গুরুতর আহতবস্থায় ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে পুলিশ উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করে। হাতের জখম গুরুতর হওয়ায় পরবর্তীতে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual5 Ad Code

চিকিৎসা গ্রহণ শেষে তার স্বামী সুজিত কুমার কে একজন মাদকাসক্ত ব্যক্তি হিসেবে আখ্যা দিয়ে শনিবার ২৩ মার্চ কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সঞ্চিতা রানী। এদিকে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে কুলাউড়া থানার এসআই্ দেবাশীষ রোববার ২৪ মার্চ শহর থেকে সুজিত কুমার দে’কে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।

Manual2 Ad Code

ছবিঃ- ব্যাংক কর্মকর্তা সুজিত কুমার দে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!