কুলাউড়ায় শাকিলা আসরফ চৌধুরী ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ।

প্রকাশিত: ৪:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫

কুলাউড়ায় শাকিলা আসরফ চৌধুরী ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ।
booked.net

নিজস্ব প্রতিনিধি:- কুলাউড়ায় ‘মানবিক বোধে জাগুক সমাজ’ এই স্লোগান হৃদয়ে ধারণ করে শাকিলা আসরফ চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

১৬ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান।

 

শাকিলা-আসরফ চৌধুরী ফাউন্ডেশনের আসরফ আলী চৌধুরীর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের পরিচালক নুরুল ইসলাম ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কানিহাটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খুরশীদ উল্লাহ্, কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইফতেখায়ের হোসেন ভূঁঞা, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি সাইফুল আলম চৌধুরী, ফাউন্ডেশনের পরিচালক রোকুনোজ্জামান চৌধুরী লিটন, নুরুন নাহার চৌধুরী ডেইজি, বদরুজ্জামান চৌধুরী সোহরাব, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. আফতাব উদ্দিন চৌধুরী সাগর প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক সঞ্জয় দেবনাথ, সাংবাদিক আশরাফুল ইসলাম খান হিরো, আব্দুল কুদ্দুছ, তারেক হাসান, এইচডি রুবেল, আশিকুল ইসলাম বাবু প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের খতিব মাওলানা ইমামুল ইসলাম শাহনুর।

 

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হান্নান বলেন, কম্বল আর শিক্ষা উপকরণ প্রদানের মধ্য দিয়ে ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো। সুবিধাবঞ্চিত শিক্ষার্থী আর প্রান্তিক মানুষের পাশে থাকার লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে এই ফাউন্ডেশন কাজ করে যাবে। যারা এই ফাউন্ডেশনের জন্য অক্লান্ত শ্রম আর সহযোগিতায় পাশে আছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

 

আলোচনা সভা শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে কুলাউড়া পৌরসভার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র কম্বল ও শিক্ষা উপকরণ একটি খাতা, ২টি কলম বিতরণ করা হয়।

 

শাকিলা-আসরফ চৌধুরী ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সভাপতি এবং এই ফাউন্ডেশনের মূল উদ্যোক্তা শফিকুজ্জামান চৌধুরী রিপন ফাউন্ডেশনের সাথে থেকে অনুষ্ঠান সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

ছবিঃ- প্রধান অতিথি’র বক্তব্য রাখছেন অধ্যক্ষ আব্দুল হান্নান।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!