কুলাউড়ায় ব্লক প্রদর্শনীর উদ্বোধন।

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪

কুলাউড়ায় ব্লক প্রদর্শনীর উদ্বোধন।
booked.net

Manual6 Ad Code

আব্দুল কুদ্দুস:- কুলাউড়ায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার কাদিপুর ইউনিয়নের কাকিচার এলাকায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রবিন চৌধুরী,প্রমুখ।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, ব্লক প্রদর্শনীর ৫০ একর জমিতে সমলয় কার্যক্রম শুরু করে ট্রেতে চারা তৈরি করা হয়েছে। বর্তমানে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ করা হবে এবং পরবর্তীতে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন করা হবে।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

ছবি- বক্তব্য রাখছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

Ad

Follow for More!