কুলাউড়ায় নৌকার প্রার্থীদের নাম ঘোষণা।

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১

কুলাউড়ায় নৌকার প্রার্থীদের নাম ঘোষণা।
booked.net
Manual5 Ad Code

স্টাফ রিপোর্টঃ- আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে কুলাউড়া উপজেলার  ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে কুলাউড়ার ১৩ ইউনিয়নের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ৩টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষণা অনুযায়ী নৌকার মনোনয়ন পেয়েছেন কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে আবুল হোসেন খসরু, ভূকশিমইল ইউনিয়নে মো. মইনুল ইসলাম, ভাটেরা ইউনিয়নে জুবায়ের সিদ্দিকী সেলিম, জয়চন্ডী ইউনিয়নে আব্দুর রব মাহবুব, ব্রাহ্মণবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মমদুদ হোসেন, কাদিপুর ইউনিয়নে ছালিক আহমদ, কুলাউড়া সদর ইউনিয়নে মোছাদ্দিক আহমদ নোমান, রাউৎগাঁও ইউনিয়নে মো. আকবর আলী, টিলাগাঁও ইউনিয়নে মো. আব্দুল মালিক, হাজীপুর ইউনিয়নে ওয়াদূদ বক্স, শরীফপুর ইউনিয়নে মো. চিনু মিয়া, পৃথিমপাশা ইউনিয়নে মো. আব্দুল মন্নাফ ও কর্মধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান।

Manual2 Ad Code

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা যাবে ২ নভেম্বর।  প্রার্থীতা যাচাই-বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ  ১১ নভেম্বর।

Manual7 Ad Code

Ad

Follow for More!