কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত।

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৪

কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত।
booked.net

Manual3 Ad Code

নিজস্ব প্রতিনিধি:- কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার জয়চন্ডীর আছুরিঘাট সংলগ্ন বেগমানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেলচালক আবু সুফিয়ান (৫০) ও নরসিং বোনাজী (৩৫)। তারা দুজন জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বাসিন্দা।

Manual2 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সুফিয়ান ও নরসিং মোটরসাইকেলে করে জুড়ী থেকে কুলাউড়ার দিকে আসছিলেন। পথে আছুরিঘাট সংলগ্ন বেগমানপুর এলাকায় শাপলা ব্রিকসের সম্মুখে পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই সুফিয়ানের মৃত্যু হয়। পরে আহত নরসিং বোনাজীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে যাওয়ার পথে নরসিং মারা যান।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে।

Manual4 Ad Code

Ad

Follow for More!