কুলাউড়ায় টাউন ক্লাবের মেধা নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত।

প্রকাশিত: ৬:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪

কুলাউড়ায় টাউন ক্লাবের মেধা নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত।
booked.net

স্টাফ রিপোর্টার:- কুলাউড়ার ঐতিহ্যবাহী সংগঠন টাউন ক্লাবের উদ্যোগে মেধা প্রকল্পের আওতায় ২২তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ ডিসেম্বর কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

টাউন ক্লাবের সভাপতি ইফতেখার আহমদ কামরুল ও সাধারণ সম্পাদক নাসির জামান খান জাকি’র সার্বিক তত্ত্বাবধানে মেধাবৃত্তি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম এনাম, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, সাবেক পৌর কাউন্সিলর ও টাউন ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম টিপু, সাপ্তাহিক সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, শিক্ষক আলতাফ হোসেন, রাইজিং স্টার ক্লাবের সাবেক সভাপতিতোফায়েল আহমেদ ডালিম, ব্যবসায়ী জিল্লুর রহমান, প্রমুখ।

 

মেধাবৃত্তি পরীক্ষায় কুলাউড়া সরকারি কলেজ,ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ, সাউথইস্ট ব্যাংক ও ইসলামী ব্যাংক কুলাউড়া শাখার কর্মকর্তারা কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন। পরীক্ষার পৃষ্ঠপোষকতায় ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী মুহিবুর রহমান রিপন।

 

টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির জামান খান জাকি জানান, টাউন ক্লাব মেধা প্রকল্পের আওতায় মরহুম হাজী মো. ফজলুর রহমান ও মরহুমা লজুতুন্নেছা খানম স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষায় ৫ম ও ৮ম শ্রেণির মোট ৫২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

ছবি:- টাউন ক্লাবের মেধা নির্বাচনী পরীক্ষা’য় শিক্ষার্থীদের কিছু অংশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad