কুলাউড়ায় জাতীয় ভোটার দিবস পালিত।

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৩

কুলাউড়ায় জাতীয় ভোটার দিবস পালিত।
booked.net

Manual8 Ad Code

শুন্য সুমনঃ- সারা দেশের ন্যায় কুলাউড়ায় ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’।

Manual5 Ad Code

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগ বৃহস্পতিবার (২ মার্চ) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code

পরে নির্বাচন অফিস প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সুশীল চন্দ্র দে, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন ও কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, প্রমুখ।

Manual7 Ad Code

 

Ad

Follow for More!