কুলাউড়ায় চিরনিদ্রায় শায়িত হলেন আ.লীগ নেতা শামীম।

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৪

কুলাউড়ায় চিরনিদ্রায় শায়িত হলেন আ.লীগ নেতা শামীম।
booked.net

Manual2 Ad Code

আব্দুল কুদ্দুস:- রাজধানী ঢাকার বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান শামীম চিরনিদ্রায় শায়িত হয়েছেন। মরহুমের প্রথম জানাজা ১ মার্চ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ও দ্বিতীয় জানাজা মরহুমের গ্রামের এলাকায় শ্রীপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয়। জানাজার শেষে নিহত আতাউর রহমানের মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান,জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোকাব্বির হোসেন, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সম্পাদক আসম কামরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাও: ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মো. মমদুদ হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্থরের শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন।

Manual4 Ad Code

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান শামীম ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর গ্রামে।

Manual8 Ad Code

নিহত শামীমের সাথে থাকা তাঁর নিকট আত্বীয় নূরুল
আলম জানান, বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী রাতে দুর্ঘটনার কিছু সময় আগে তারা দু’জন একসঙ্গে করে হোটেল ক্যাপিটেল থেকে কাচ্চি ভাই রেস্টুরেন্টে কফি খেতে যান।

Manual2 Ad Code

এসময় ওই রেস্টুরেন্টে অবস্থান নেয়ার মাত্র ৫ মিনিটের মাথায় রেস্টুরেন্টের নিচের দিকে কালো ধোঁয়াসহ কয়েকটি আওয়াজ শুনতে পান। তখন আতাউর রহমান শামীম উঁকি মেরে ধোঁয়া দেখতে পান। এরপর তারা প্রথমে নিচে নামার চেষ্টা করেন। কিন্তু কালো ধোঁয়ার কুণ্ডলীতে কিছু না দেখায় সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকেন। এসময় ভীড়ে আতাউর রহমান শামীমকে আর দেখতে পাননি নূরুল আলম। হেলিপ্যাডের মাধ্যমে তিনি প্রাণে বেঁচে গেলেও অ্যাডভোকেট শামীম অগ্নিদ্বগ্ধে মারা যান।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান শামীম নিহত হওয়ায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি, সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান, জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোকাব্বির হোসেন, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, প্রমুখ।

ছবিঃ- নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আ.লীগ নেতা শামীমের প্রথম জানাজা’র একটি দৃশ্য।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!