কুলাউড়ায় কৃষি মেলার উদ্বোধন।

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৩

কুলাউড়ায় কৃষি মেলার উদ্বোধন।
booked.net

শুন্য সুমনঃ- কুলাউড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এই মেলা শুরু হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,প্রমুখ।

অনুষ্ঠান শেষে কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও র‌্যালিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দ। মেলায় বিভিন্ন ধরনের কৃষি পণ্য ও কৃষি সামগ্রী স্থান পেয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!