কাল মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল।

প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২৩

কাল মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল।
booked.net

স্টাফ রিপোর্টঃ- আগামীকাল শুক্রবার (১৬’জুন) কুলাউড়া’র ঐতিহ্যবাহী নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গড়াচ্ছে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে’২৩ এর মেগা ফাইনাল। ইতিমধ্যে এই ফাইনাল কে ফুটবল প্রেমীদের কাছে স্মরণীয় করে রাখতে টুর্নামেন্ট পরিচালনা কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

মেগা ফাইনাল শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম উপস্থিত থাকার কথা রয়েছে। সভাপতিত্ব করবেন কুলাউড়া পৌরসভা’র মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। খেলায় মোকাবেলা করবে জয়চন্ডী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বরমচাল ফুটবল একাদশ।

কুলাউড়া পৌরসভার আয়োজনে ও আব্দুল বারী চৌধুরী স্পোর্টস একাডেমির পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টে ২৫ টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে ইতি টানা হবে চলতি মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের।

উল্লেখ্য, গত ১৪ মার্চ মঙ্গলবার কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

Ad

Follow for More!