৬নং কাদিপুর ইউনিয়ন এর তথ্য ইতিহাস ঐতিহ্য

প্রকাশিত: ৬:৪৩ পূর্বাহ্ণ, মে ১, ২০২১

৬নং কাদিপুর ইউনিয়ন এর তথ্য ইতিহাস ঐতিহ্য
booked.net

Manual6 Ad Code

কালের স্বাক্ষী বহনকারী ফানাই নদীর তীরে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শিক্ষা, সংস্কৃতি, রাজনীতিতে অগ্রসরমান ঐতিহ্যবাহী ০৬ নং কাদিপুর ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ ৬নং কাদিপুর ইউনিয়ন পরিষদ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা অক্ষুন্ন রেখে আজও সমুজ্জ্বল।

আয়তন – ২৫ (বর্গ কিঃ মিঃ)

লোকসংখ্যা – ২৪৯০০ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

Manual7 Ad Code

গ্রামের সংখ্যা – ২৭ টি। মৌজার সংখ্যা – ৭ টি।

হাট/বাজার সংখ্যা -৩ টি।

উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

Manual2 Ad Code

শিক্ষার হার – ৬৫%।

সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি, বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,

উচ্চ বিদ্যালয়ঃ ২টি,  মাদ্রাসা- ৪টি, কলেজ : ১টি ।

[আরো পড়ুনঃ এক নজরে ৯ নং কুলাউড়া টিলাগাঁও ইউনিয়ন।]

Manual4 Ad Code

০৬ নং কাদিপুর ইউনিয়ন এর গ্রাম সমূহের নাম –ছকাপন, গোপিনাথপুর, রফিনগর, ফরিদপুর, কিয়াতলা, কাদিপুর, হাসিমপুর, কৌলারশী, গবিন্দপুর, লক্ষীপুর, কাকিচার, নোয়াগাঁও, সুলতানপুর, অলিপুর, চুনঘর, নিঙ্গিরাই, আমতৈল, হোসেনপুর, উচাইল, তিলকপুর, ভাগমতপুর, গুপ্তগ্রাম, মৈন্তাম, মনসুর, চাঁতলগাঁও, উত্তরকৌলা, কাদিরপুর।

Manual1 Ad Code

Ad

Follow for More!