কর্মধা ইউনিয়নে ঈদের দিন ছুরিকাঘাতে সিএনজি চালকের মৃত্যু। আসামী গ্রেফতার।

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২১

কর্মধা ইউনিয়নে ঈদের দিন ছুরিকাঘাতে সিএনজি চালকের মৃত্যু। আসামী গ্রেফতার।
booked.net

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ ঈদুল আজহার দিনে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে সুমন মিয়া (২২) নামে এক তরুণ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে মনছড়া বস্তি এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানা গেছে। হত্যাকাণ্ডের পরপর কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাসসহ পুলিশ ফোর্স ঘটনাস্থল থেকে হত্যার সাথে জড়িত ঘাতক একই এলাকার আনফর আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

Manual7 Ad Code

কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যমকে জানান, ঈদের দিন সকালে বার মনছড়া মসজিদে ইদের নামাজে ইমামের খুতবাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত ঘটনার জের ধরে বিকেল ৩টার দিকে উভয়পক্ষের মধ্যে বিবাধের একপর্যায়ে আনফর আলীর ছুরিকাঘাতে প্রতিপক্ষের সুমন আহত হন। পরে গুরুতর আহত সুমনকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আসামী আনফর আলী কে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!