কর্মধায় পূজামন্ডপ ভাঙচুরের ঘটনায় ৫ শতাধিক ব্যক্তি কে আসামী করে মামলা। ১ জন গ্রেফতার।

প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২১

কর্মধায় পূজামন্ডপ ভাঙচুরের ঘটনায় ৫ শতাধিক ব্যক্তি কে আসামী করে মামলা। ১ জন গ্রেফতার।
booked.net
Manual1 Ad Code

 

সংবাদ দাতাঃ- কুমিল্লায় কোরআন অবমাননা কে কেন্দ্র করে গত ১৩ অক্টোবর বুধবার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের রাজানগর চা বাগান পুজামন্ডপ, নলডরি পূজামন্ডপ, আছগরাবাদ চা বাগান পুজামন্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় কুলাউড়া থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। উক্ত তিন মামলায় আসামী করা হয়েছে  ৫ শতাধিক ব্যক্তিকে। তাছাড়া হামলার সাথে জড়িত থাকার অভিযোগে পূর্বফটিগুলি গ্রামের ফজলু মিয়া নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামীদেরও গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।

Manual1 Ad Code

এদিকে পুজা মন্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের পর থেকে  মন্দিরের পার্শ্ববর্তী ১০ গ্রামের মানুষ বিশেষ করে-পাট্রাই,ফটিগুলি, টাট্রিউলি, নলডরি,বুধপাশা, মহিষমারা, মুরইছড়া, দীঘলকান্দি,  ও কর্মধার মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। তবে এ সুযোগকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা ও  নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার  না হয় সেদিকে নজরদারীর জন্য  জোর দাবী জানিয়েছেন  স্থানীয় বাসিন্দারা।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!