কর্মধার টাট্রিউলিতে বৃষ্টির জন্য নামাজ আদায়।

প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩

কর্মধার টাট্রিউলিতে বৃষ্টির জন্য নামাজ আদায়।
booked.net

স্টাফ রিপোর্টঃ- চলছে বৈশাখ মাস কিন্তু বৃষ্টির জন্য হাহাকার চলছে চারদিকে। তীব্র গরম আর অনাবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে কুলাউড়ায়। প্রচন্ড দাবদাহে ফসলি জমি শুকিয়ে যাওয়ায় কৃষকের মুখে এখন আতংকের ছাপ। এমতাবস্থায় উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

আজ(শনিবার) সকালে হায়দরগঞ্জ টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল শায়খ মাওলানা জাফর আহমদ এই বিশেষ নামাজ ও দোয়া পরিচালনা করেন। মহান আল্লাহতালার সন্তুষ্টি অর্জন এবং রহমতের জন্য বৃষ্টি’র আশায় উক্ত নামাজে আশপাশের কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!