কুলাউড়ায় করোনা উর্ধগতি৷ নতুন শনাক্ত আরও ১১ জন

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২১

কুলাউড়ায় করোনা উর্ধগতি৷  নতুন  শনাক্ত আরও ১১ জন
booked.net

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

অনিক রহমানঃ- কুলাউড়ায় আশংকাজনক ভাবে বেড়ে চলছে মহামারী করোনা। তাছাড়া পরিতাপের বিষয় প্রতিদিন’ই উপজেলার বিভিন্ন এলাকায় এই রোগে আক্রান্ত হচ্ছেন কেউ না কেউ!আর তার’ই ধারাবাহিকতায় নতুন করে আজ শনিবার (১০ জুলাই) আরও ১১ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

করোনাক্রান্তরা হলেন- কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকার আবু বক্কর ও হুসনে আরা বেগম, চাতলগাঁও এলাকার রুমি বেগম ও রাজিয়া বেগম, লস্করপুর এলাকার তাইফুল ইসলাম, সদর ইউনিয়নের বড়কাপন এলাকার সৈয়দ আজাদ হোসেন,সৈয়দা নাদিরা আক্তার, ভাটেরার আব্দুর রাজ্জাক,ব্রাহ্মণবাজার ইউনিয়নের কালু ও জনি বেগম ও পৃথিমপাশা এলাকার জাহাঙ্গীর।

Manual7 Ad Code

জানা যায়, করোনা আক্রান্তরা গত বৃহস্পতিবার (৮ জুলাই) কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল জমা দেন। স্যাম্পল দেয়ার ২ দিন পর আজ (শনিবার) তাদের রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাল কর্তৃপক্ষ করোনাক্রান্তদের বাড়ি লকডাউন করে নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন।

Manual7 Ad Code

Ad

Follow for More!