শহর প্রতিনিধিঃ- কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক সহ নতুন করে আরও ২ জন (কোভিড-১৯) করোনায় আক্রান্ত হয়েছেন।
অাক্রান্তরা হলেন-কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ১ জন এবং কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার এক জন। তবে গত ১৫’ই জুন হাসপাতালের আক্রান্ত চিকিৎসক আশরাফ হোসেন ভূঁইয়ার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাছাড়া গত ১৮’ই জুন রাতে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া পৌর শহরের দক্ষিণ বাজারের ব্যবসায়ী ছমির উদ্দিন (৭০) এর রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যায়।
আজ সোমবার (২২ জুন) সন্ধ্যায় নতুন এ তথ্যটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক। ইতিমধ্যে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।
আরো খবর:
Leave a Reply