প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, জুন ১৩, ২০২২
নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়া উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ কমরেড আব্দুল মালিক (মালই মিয়া) এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে রবিরবাজার শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সহ বিভিন্ন পর্যায়ের মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
এক নজরে কমরেড আব্দুল মালিকঃ- ১৯৩৪ সালের ২৩ জুন কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী পৃথিমপাশা গ্রামে জন্মগ্রহণ করেন মালিক।তার বাবা মরহুম মো. ইলিম এবং মা মরহুমা ছবরুননেছা খাতুন। রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসাবে দুই মেয়াদ দায়িত্বে ছিলেন। ছাত্র ইউনিয়নের পুথিমপাশার সভাপতি এবং কুলাউড়া উপজেলা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বায়ান্নর ভাষা সংগ্রামে ছিলেন অগ্রসৈনিক। এজন্য তাকে ভাষা সৈনিকও বলা হয়।
কমরেড আব্দুল মালিক ৬২’র আইয়ুব বিরোধী আন্দোলনের সময় রাষ্ট্রদোহী মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ৪ মাস কারাবরণ করেন। পরে মার্শাল কোর্টে বাবা এবং ভাইয়ের অঙ্গীকারের মাধ্যমে খালাস পান। তারপরও ১৯৬৯’র গণআন্দোলনে নিজেকে সক্রিয় রাখেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অস্ত্র হাতে না নিলেও আগরতলা আশ্রয়কেন্দ্র এবং বাংলার মুক্তিসেনাদের মধ্যে গুপ্তচরের ভূমিকা পালন করেন। বিভিন্ন রসদ যোগান, খবরা-খবর আদান-প্রদান করেন তিনি।
কমরেড আব্দুল মালিক এ দেশের পুরোধা রাজনৈতিক ব্যক্তিত্ব হোসেন শহীদ সরওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বহু গুণধর ব্যক্তি ও রাজনীতিকের সাহচর্যে ধন্য হয়েছেন।
ন্যাপের কেন্দ্রীয় সহ-সভাপতি নবাব আলী সফদর খান রাজা সাহেবের ঘনিষ্ঠ সহচর ছিলেন আব্দুল মালিক। তিনি কর্মধা ইউনিয়নের কর্মধা উচ্চ বিদ্যালয় এবং পাট্টাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যতম উদ্যোক্তা ছিলেন। তাছাড়া রাউৎগাঁও ইউনিয়নের রাউৎগাঁও শম্ভুনাথ প্রাথমিক বিদ্যালয়, পৃথিমপাশার ভাটগাঁও প্রাথমিক বিদ্যালয় ও ইটাহরী প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি কুলাউড়ার আলী আমজদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং পরবর্তীতে সদস্য ছিলেন। ১৯৫৭ সালে রবিরবাজারে তরুণ-যুবকদের ক্রীড়া ও সাহিত্যচর্চা বিকাশের জন্য ‘দি লংলা রিডিং ক্লাব’ নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করে দীর্ঘদিন প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্বও পালন করেন।
মরহুম আব্দুল মালিক আজীবন কমরেড হওয়ায় লেখক শেখ রফিক ও লেখিকা জান্নাতুল ফেরদৌস লাবণি তার নামানুসারে (আব্দুল মালিক) একটি বই রচনা করেন।
শোক প্রকাশঃ- কমরেড আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি তার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য যে, আব্দুল মালিক সোমবার (১৩ জুন) ভোর ৫টা ১৭ মিনিটের সময় পৃথিমপাশা ইউনিয়নের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
PUBLISHED FROM
2152-B WESTCHESTER AVE BRONX
NEW YORK 10462 USA
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum Mintu
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us