কন্ঠশিল্পী দিলীপ ঘোষ ও টুম্পা দেবীর কন্ঠে ‘দূর্গার আগমণে’ প্রকাশিত।

প্রকাশিত: ৬:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২১

কন্ঠশিল্পী দিলীপ ঘোষ ও টুম্পা দেবীর কন্ঠে ‘দূর্গার আগমণে’ প্রকাশিত।
booked.net
Manual2 Ad Code

স্টাফ রিপোর্টঃ- শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জনপ্রিয় কন্ঠশিল্পী দিলীপ ঘোষ ও টুম্পা দেবীর কন্ঠে ‘দূর্গার আগমণে’ শিরোনামে একটি মৌলিক গান বের হয়েছে। সম্প্রতি শুভ মহালয়ার সন্ধ্যায় গানটি প্রকাশ করে ইউটিউব চ্যানেল Dilip Melody ।ইতিমধ্যে গানটি শ্রোতা মহলে বেশ সাড়া তুলেছে।

Manual3 Ad Code

গানটি নিয়ে কন্ঠ শিল্পী দিলীপ ঘোষ ও টুম্পা দেবী আশাবাদী হয়ে জানান, ভারতীয় গানের ভীড়ে সম্পূর্ণ নতুন এ গান পুজোর আনন্দে ভাগাভাগি করতে শ্রোতাদের ঘরে এবং মন্দিরে মন্দিরে বাজবে। তাছাড়া এই মৌলিক গানটি সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানানোর পাশাপাশি সবার কাছে আশির্বাদ প্রার্থনা করেছেন দুই কন্ঠ শিল্পী।

Manual5 Ad Code

প্রসঙ্গত, গানটির কথা ও সুর করেছেন দিলীপ ঘোষ। মিউজিক করেছেন সংগীত পরিচালক রানা মাসুদ। মিক্সিং ও মাষ্টারিং করেছেন দেবশীষ দে পল্লব।

Ad

Follow for More!